Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইউনিয়ন কৃষি অফিস
বিস্তারিত

ষি বাংলায় আপনাকে স্বাগতম

´কৃষিবাংলা ডট কম´ এ আপনাকে স্বাগতম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রযুক্তিগত সহযোগিতায় এ ওয়েব সাইটটি তৈরী করা হয়েছে। দেশের কৃষি উন্নয়নের লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহারের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ ও কৃষি সংশ্লিষ্ট সকলের কাছে কৃষিতথ্য সহজলভ্যকরণের লক্ষ্যে ইনিশিয়েটিভ ফর টোট্যাল রিফর্ম (আইটিআর) গত ২০০৮ সালে বেসরকারী খাতে বাংলা ভাষায় এ বৃহত্তম কৃষি বিষয়ক ওয়েব সাইটটি চালু করে। গ্রিন সেভার্স দেশে পরিবেশ ও নগর কৃষি উন্নয়নে জনহিতকর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন বছরের শুরুতে ‘কৃষিবাংলা ডট কম’ বৃহত্তর কলেবরে কৃষি ও পরিবেশ বিষয়ক তথ্য, প্রযুক্তি ও সেবা প্রদানকারী একটি টেকসই ওয়েব সাইট হিসেবে আত্নপ্রকাশ করেছে। ইনিশিয়েটিভ ফর টোট্যাল রিফর্ম (আইটিআর) ও গ্রিন সেভার্স যৌথভাবে ‘কৃষিবাংলা ডট কম’ পরিচালনা করছে।

ছবি
label.column.field_office_cism
  • কী সেবা কীভাবে পাবেন
  • প্রদেয় সেবাসমুহের তালিকা
  • সিটিজেন চার্টার
  • সাধারণ তথ্য
  • সাংগঠনিক কাঠামো
  • কর্মকর্তাবৃন্দ
  • তথ্য প্রদানকারী কর্মকর্তা
  • কর্মচারীবৃন্দ
  • বিজ্ঞপ্তি
  • ডাউনলোড
  • আইন ও সার্কুলার
  • ফটোগ্যালারি
  • প্রকল্পসমূহ
  • যোগাযোগ

কী সেবা কীভাবে পাবেন

কি সেবা কিভাবে পাবেন

 

সরাসরি কৃষি বিষয়ক পরামর্শ। 
 ফসল সম্পর্কিত সকল তথ্য ও পরামর্শ সেবা।
ফসলের রোগ বালাই ও কীটনাশক প্রয়োগ সম্পর্কিত তথ্য।
 সঠিকমাত্রায় সার প্রয়োগ সম্পর্কিত পরামর্শ।
 নতুন নতুন কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্পর্কিত তথ্য।
 বিভিন্ন সার ও কীটনাশকের নিকটস্থ প্রাপ্তিস্থান।
 কৃষি পণ্য ও উপকরণ সম্পর্কিত বাজারদর।
 কৃষি বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ঠিকানা।
 বিভিন্ন ফসলের বিস্তারিত উৎপাদন প্রযুক্তি সম্পর্কে তথ্য।
পরিবেশ বান্ধব উৎপাদন কৌশল সম্পর্কিত পরামর্শ।
 অন্যান্য তথ্য যেমন:

  • পোল্ট্রি ফার্ম
  • মাছের খামার
সিটিজেন চার্টার

১। সব ধরনের কৃষকদের জন্য সম্প্রসারন সহায়তা দেয়া।

২। কৃষক ভাইদের আর্থ সামাজিক উন্নয়নে সেবা ।

৩। সর্বোচ্চ দক্ষ সম্প্রসারন সেবা প্রদান।

৪। স্থানীয় চাহিদা ভিত্তিক ব্লকে সম্প্রসারন কর্মকান্ডে বাস্তবায়ন করা।

৫। বিভিন্ন প্রকল্প ও এনজিও সম্পৃক্ত দল সমুহ শনাক্ত করা তাদের উন্নয়নে স্থানীয় পরামর্শ প্রদান।

৬। তথ্য সংগ্রহে কৃষকদের সহায়তা দেয়া কৃষি গবেষনা ও সম্প্রসারন সহযোগী সংস্থা থেকে সেবা গ্রহনে কৃষকদের সহায়তা প্রদান।

৭। ব্লকের তথ্য সংগ্রহ ও রেকর্ড করা যেমন, প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা, বিভিন্ন আবাদি ফসলের পরিমান উপকরনের চাহিদা উৎপাদিত পন্যের বাজার জাত করন, পদ্ধতি, প্রযুক্তি ব্যবহারে কৃষকের সংখ্যা সমস্যা চিহ্নিত  ও পরীক্ষান্তে ব্যবস্থা গ্রহন ইত্যাদি।

৮। বিভিন্ন ফসলের শস্যকর্তন ও উৎপাদ্তি ফসলের ব্যবস্থা পরিসংখ্যান প্রনয়ন।

৯। উপজেলা  অফিসে সভা ও প্রশিক্ষনে নিয়মিত অংশ গ্রহন ও বিভিন্ন ধরনের প্রদর্শনী রেজিষ্টার প্রভৃতি ব্যবহার করে সম্প্রসারন কর্মকান্ডে বাস্তবায়ন করা।

১০। সদস্য সচিব হিসেবে ইউনিয়ন কৃষি কমিটির সভা নিয়মিত ভাবে বাস্তবায়ন করা।

label.column.field_projects

0

যোগাযোগ

১।মীর রফিকুল আলম

মোবাইল-01712276863

 

২।মোঃ গিয়াস উদ্দিন

মোবাইল-01714798987

 

৩। সুলতানা রাজিয়া

মোবাইল-01714385980

 

জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভারের জটিলতার জন্য  অত্র কার্যালয়ে সাময়িক সময়ের জন্য সেবা বন্ধ আছে