ইপিআই কর্মসূচীঃ
·কর্মসূচীর নামঃ সম্প্রসারিত টিকাদান কর্মসূচী
·কর্মসূচী বাসত্মবায়নকারীঃ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এবং তাহার আওতাধীন সকল স্বাস্থ্য কর্মী।
·অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারীঃ স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।
-লক্ষ্যও পদ্ধতিঃ শিশুদের ০৮টি রোগের বিরম্নদ্ধে প্রতিরোধ টিকা প্রদান ও ভিটামিন এক্যাপসুল এর মাধ্যমে রাতকানা রোগ ও অপুষ্টি প্রতিরোধ। মায়েদের কে টিটিটিকার মাধ্যমে মা এবং নবজাতক শিশুর টিটেনাস প্রতিরোধ ব্যবস্থা। মায়েদের-কেভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে মায়েদের এবং নবজাতক শিশুদেরভিটামিন এ এর ঘাটতি পুরন। মূললক্ষ্যহচ্ছে,শিশুভোগামিত্মএবংমৃত্যুহারকমানো।·আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ ১৫-৪৯ বৎসরের সকল মহিলা এবং ০- ৬০মাস বয়সী সকল শিশু।
ই ও সি কর্মসূচীঃ
·কর্মসূচীর নাম ঃ প্রসুতি সেবা
·কর্মসূচী বাস্তবায়নকারী ঃ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এবং ই ও সি অমত্মর্ভুক্ত হাসপাতালসমূহের ডাক্তার ও নার্স।
·অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারী - স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রণালয়, ইউনিসেফ ।
·লক্ষ্য ও পদ্ধতি - নিরাপদ মাতৃত্ব ,বিপদ মুক্ত ডেলিভারী এবং শিশু ও মাতৃ মৃত্যু হার কমানো।
·আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠী - সকল গর্ভবতী মা।
এ আর আই কর্মসূচীঃ
·কর্মসূচীর নাম - এ আর আই।
·কর্মসূচী বাস্তবায়নকারী ঃ তত্বাবধায়ক/ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের সকল ডাক্তার,
চিকিৎসা সহকারী, ফার্মাসিষ্ট, নার্স ।
·অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারী - স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রণালয়, ইউনিসেফ ।
·লক্ষ্যও পদ্ধতি - শিশুদের নিউমোনিয়া এবং শ্বাসনালী প্রদাহ জনিত রোগের চিকিৎসা এবং প্রকোপ কমানো।
·আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠী ঃ সকল শিশু।
সেবাসমুহঃ
১। সাধারণ রোগীর চিকিৎসা সেবা (পুরুষ ও মহিলা)
২। শিশুর চিকিৎসা সেবা
৩। গর্ভবতী মায়ের চিকিৎসা।
৪। ডেলিভারী সেবা প্রদান করা।
৫। গর্ভোত্তর মায়ের চিকিৎসা সেবা।
৬। প্রজনন স্বাস্থ্যসেবা
৭। পবিবার পরিকল্পনা সেবাসমুহ
খাবার বড়ি, কনডম, ইনজেকটেবল, আই ইউ ডি, ইমপ্ল্যান, স্থায়ী পদ্ধতি।
৮। কিশোর/কিশোরীর সেবা।
৯। এফ ডব্লিউ ভি কর্তৃক প্রতি মাসে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ০৮টি স্যাটেলাইট ক্লিনিকে কাজ করা।
১০। উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার কর্তৃক বিভিন্ন স্কুলে স্বাস্থ্য শিক্ষার স্যাটেলাইট অনুষ্টিত করা।
১১। প্রতি মাসের কাজের অগ্রগতির রির্পোট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ করা।
বিন্নাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রঃ
(ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে)
# গর্ভবতী সেবা
# স্বাভাবিক
# গর্ভোত্তর সেবা
# এম. আর সেবা
# নবজাতকের সেবা
# ৫ বছরের কম বয়সী শিশূদের সেবা
# প্রজননতন্ত্রের / যেীনবাহির রোগের সেবা
# ই. পি. আই সেবা
# ভিটামিন এ ক্যাপসুল বিতরণ
(খ) পরিবার পরিকল্পনা সেবা( বিনামূল্যে প্রদত্ত)
# পরিকল্পনা বিষয়ক পরামশ
# খাবার বড়ি
# জন্ম নিরোধক ইনজেকশন
# আই, ইউ, ডি/কপারটি
(গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত সেবা
# কনডম -১ এক ডজন ( এক) টাকা ২০ বিশ পয়সা
(ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রম সরকার গ্রহিতাকে নিন্মলিখিত সুবিধা দিয়ে থাকে।
# আই, ইউ, ডি/ কপারটি এর ক্ষেত্রে =১২৫/- টাকা
# নবপ্ল্যান্ট বা ইমপ্ল্যান্ট এর ক্ষেত্রে = (১২৫ + ১০০+ ১০০) টাকা
# স্থায়ী পদ্ধতি (মহিলা) ক্ষেত্রে = ২০০০/- টাকা ও একটি শাড়ী
#স্থায়া পদ্ধতি (পুরুষ) ক্ষেত্রে = ২০০০/- টাকা ও একটি লঙ্গী
(ঙ) অন্যান্য সেবা বিনামূল্যে প্রদত্ত
# সাধারন রোগী সেবা
# বয়ঃ সন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা)
# স্থাস্থ্য শিক্ষা মূলক সেবা
(চ) প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্র প্রেরন (রেফার)
0
যোগাযোগঃ
কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে ৪ কিঃমি দূরে বিন্নাটি বাজারের পশ্চিম পাশে ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিন্নাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস