বিন্নাটি ইউনিয়নে ০১ টি নদী ও ৪ টি খাল রয়েছে। নিন্মে খাল ও নদীর নাম দেওয়া হইলঃ-
নদীঃ-নরসুন্দা নদীটি আউলিয়াপাড়া হয়ে কুট্টাগড় ভায়া দনাইল হয়ে কিশোরগঞ্জ নরসুন্দা নদীর সাথে সংযুক্ত।
খালঃ-১। যোগীরখালী দক্ষিনের বিল হইয়া দড়িবিন্নাটি কাজলাপুরী বিলের সাথে খালটি সংযুক্ত।
২। মধুপুরী হইয়া বিন্নাটি আতকাপাড়ার পাশ দিয়া উতারিয়া বিলের সাথে সংযুক্ত।
৩। কালটিয়া বারই পাড়া আইনবাইদ বিল হইয়া বিন্নাটি আরুলিয়া বিলের সাথে সংযুক্ত।
৪। দড়িবিন্নাটি খাল থেকে বিন্নাটি বারইপাড়া ডিপটিউবওয়েলের পাশ দিয়া বিন্নাটি গাইন বাড়ীর সামনে দিয়া জব্বার ডিলারের বাড়ীর পাশ দিয়া আরুলিয়া বিলের সাথে সংযুক্ত।
৫। যোগীরখালী দক্ষিনের বিল হইতে কালটিয়া আঃ খালেক মৌলবীর বাড়ীর পাশ দিয়া কয়ারখালী বিলের সাথে সংযুক্ত।১। নরসুন্দা নদী বিন্নাটি ইউনিয়নের উপর দিয়ে রশিদাবাদ ইউনিয়ন বা অন্যত্র চলে যায়।
২। খাল বিন্নাটি হয়ে বাগাত্রা বিলে সংযোগ হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস