দড়িবিন্নাটীি যোগীরখালী বাবা হরিদাস বাবাজীর আশ্রম একটি প্রাচীনতম আশ্রম। আশ্রমের পরিচিতিঃ-হরিদাস বাবাজী ছিলেন অন্যতম সন্ন্যাসী। পুরনো ব্যক্তিদের মুখে শুনা যায় যে, তিনি অত্র আশ্রমের আচার্য ব্রাহ্মণ হেমচক্রবর্তীর বাবাকে সেই সিলেট থেকে নিয়ে আসেন। তারপর তাহাকে ১৮০ শতাংশ জমি দান করে দেন। এবং দক্ষিনার জন্য তিনি ১২ বছর বিনা পয়সায় কাজ করেন। তারপর তাহার অলৌকিক দৃশ্য যারা দেখেছেন তা ছিল খুবই স্মরনীয়। কিন্তু তাহার কোন ছবি তুলে রাখতে পারেনি। তাই বাবাজীকে আমরা সকলেই ভক্তিভরে, শ্রদ্ধার সহিত তাহার সমাধি স্থানে প্রার্থনা করি। সর্বকালের বাবাজীর আশ্রমেও কমিটি রয়েছে এবং প্রতি বছর আমরা কমিটির সিদ্ধানত অনুযায়ী তাহার বাৎসরিক অনুষ্ঠান করে থাকি। তাছাড়া কালীমন্দির, শিবমন্দির, দূর্গা মন্দির এখানে রয়েছে। প্রতিদিন ভক্তবৃন্দ বাবার আশ্রমে পুজা দিয়ে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস