বিন্নাটি অরুন ঠাকুরবাড়ী মন্দিরটি একটি পুরাতন মন্দির। এখানে রয়েছে একটি কালী মন্দির ও নতুন প্রতিষ্টিত হয়েছে একটি দূর্গা মন্দির। অত্র বিন্নাটি গ্রামের সকল হিন্দু ধর্মাম্বলীদের পূজা ও প্রার্থনার নিদিষ্ট স্থান। সকল পুজা পার্বন এই মন্দিরে অনুষ্টিত হয়ে থাকে। তাছাড়া বিগত পাঁচ বছর ধরে এই মন্দিরে একটি দলীয় নাম কীর্তনের ব্যবস্থা করা হয়েছে এবং কীর্তনের রচনা ঘর ও তৈরী করা হয়েছে। এতে করে দলীয় নাম কীর্তনের সময় বিভিন্ন জেলা থেকে আগত কীর্তনের দল আসে এবং ইউনিয়ন ও বিভিন্ন এলাকা থেকে ভক্তগন আসেন দলীয় কীর্তন উপভোগ করার জন্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস